দেশব্যাপী গ্রেফতারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতা হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘জিম্মি করে’ মিথ্যা বিবৃতি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাবিপ্রবির সাধারন শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে কিছুক্ষন বিক্ষোভ মিছিল করে প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল, সিলেটের মুরারারিচাদ কলেজের শিক্ষার্থী তাঞ্জিনা আক্তার প্রমুখ।
বিক্ষোভ মিছিলে শাবিপ্রবির পাশাপাশি সিলেটের মুরারিচাদ কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সরকারি কলেজ, মদনমোহন কলেজ সহ নানান প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/ নোমান/ নাজাত