সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৮২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। মদগুলো অভিনব পদ্ধতিতে ট্রাকে মাটির নিচে করে সিলেটে আনা হচ্ছিলো।
গত ২০ জুলাই কোম্পানীগঞ্জ থানাপুলিশের অভিযানে এই মাদক জব্দ হয়।
সিলেট জেলা পুলিশ জানায়, উপজেলার ভোলাগঞ্জ-সিলেট সড়কের ইসলামপুর এলাকায় সকালে ট্রাক তল্লাশী করে ১৫টি সাদা প্লাষ্টিকের বস্তা পাওয়া যায়। এসময় বস্তাগুলোর ভিতরে থাকা ৮২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ হয় ট্রাক। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / মাহি