সিলেটে এখনো উদ্ধার হয়নি পুলিশের ছিনতাই হওয়া ৮ রাউন্ড গুলিসহ সেই অস্ত্র। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন আট জন।
জানা গেছে, গত ১৮ জুলাই বৃহস্পতিবার দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্তর এলাকার কোটা সংস্কার আন্দোলন চলাকালে অস্ত্র ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এএসআই বকুলকে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে দক্ষিণ সুরমা থানার এসআই দেবাংশু পাল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান সিলেটভিউকে বলেন, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে ৮জন কেগ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে।
সিলেটভিউ২৪ডটকম / মাহি