গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর এ র্যা লী ও সভার আয়োজন করে।
সকালে প্রথমে উপজেলা চত্ত্বরে র্যা লী অনুষ্ঠিত হয়। র্যা লীটি উপজেলা চত্ত্বরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
উপজেলা মৎস্য অফিসার হাসিবুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা যুব উন্য়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন ভূইয়া, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার প্রনব সিংহ, সমবায় কর্মকর্তা ছদরুল আলম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শাহ মোহাম্মদ সুটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক।
তার শীলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম।
সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-৬২২৯