ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম এ্যান্ড অপস শাখায় বদলি করা হয়েছে।
এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত কমিশনার (ডিবি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. খ মহিদ উদ্দিনকে লজিস্টিকস ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট শাখায় বদলি করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৬২৩১