মৌলভীবাজারের কুলাউড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভৃমি) শাহ জহরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, থানার ওসি মো. আলী মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ প্রমুখ।
 

সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
 

সভায় বক্তরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনের দাবি সরকার মেনে নেওয়ার পর একটি মহল ছাত্রদেরকে বিভিন্নভাবে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল, অরাজকতার মধ্যে দিযে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ট করছে। এদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৬২৪৯