চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি, ছাত্রদের উপর বর্বরোচিত হামলায় আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশে ন্যায় সুনামগঞ্জ জমিয়ত উলামায়ে ইসলামের সংহতি সমাবেশে পুলিশের বাধা ও জমিয়ত নেতৃবৃন্দের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
শুক্রবার বাদ জুমা'আ সুনামগঞ্জ জামতলা জামে মসজিদের সামন থেকে মিছিল শুরু করলে পুলিশি বাঁধার মুখে পড়ে।
নেতৃবৃন্দ মিছিল নিয়ে মূল সড়ক হয়ে মাদানিয়া মাদরাসার সম্মুখে এসে সংহতি সমাবেশ করার জন্য দাঁড়ালে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত ছাত্রজনতাকে মাদানিয়া মাদ্রাসার ভিতরে নিয়ে আসেন জমিয়ত নেতৃবৃন্দ।
পডরে মাদ্রাসার গেইটের ভিতরে দোয়ার মাধ্যমে সংহতি সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন এবং জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় জমিয়ত নেতৃবৃন্দের সাথে অসদাচরণ করার অভিযোগ তুলে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসের বদলির দাবি করেন জমিয়ত নেতারা।
ব্রিফিংয়ে জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ আব্দুল বছীর বলেন, শান্ত শহর সুনামগঞ্জকে অশান্ত করেছে আজকের পুলিশি আচরণ।
তিনি আজকের এই পুলিশি বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা জানিয়ে অতিউৎসাহী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাজনের সুনামগঞ্জ থেকে অপসারণের দাবি করেন।
সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত তাৎক্ষণিক প্রেস বিফ্রিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, যুব বিষয়ক সম্পাদক জেলা যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আরশাদ নোমান, সদস্য মাওলানা নাজমুল ইসলাম জাহিদ মাওলানা হাফিজ হাম্মাদ আহমদ, সুনামগঞ্জ পৌর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি তাফাজ্জুল হক, হোসাইন আহমদ, জেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাআদ আহমদ, জেলা ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা রিয়াজ আহমদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান কামালী, প্রচার সম্পাদক সুমন আহমদী প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-৬২৬১