সারাদেশে ছাত্রনাগরিকদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ ও ৯ দফার দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে মিছিল মিছিলে উত্তাল সুনামগঞ্জের রাজপথ।
 

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শনিবার দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।


এসময় তারা আন্দোলন দমনের নামে সারাদেশে ছাত্র ও নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলাবাহিনী ও সরকার তন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করেন। অভিলম্বে বৈষম্যবিরোধী ছাত্রদের ৯ দফা দাবি মানতে সরকারকে আহ্বান জানান আন্দোলনকারীরা।
 

শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সুনামগঞ্জের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ছাড়াও জেলার শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে।

 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-৬২৭১