শ্রাবণের বৃষ্টিভেজা বিকালে বিক্ষোভে ফুঁসছে সিলেট মহানগর। কোটা ইস্যুতে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। মহানগরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেলা ২টার আগেই চৌহাট্টার শহীদ মিনার এলাকায় একত্রিত হন শিক্ষার্থীরা। 

 



বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখার সময় তুমুল বৃস্টি হচ্ছিলো। এরই মাঝে কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হয়েছেন শহীদ মিনার এলাকায়। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। 

 

 

এর আগে শনিবার (৩ আগস্ট) দুপুর ১টা থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। সময় যত যেতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে জ্যামিতিক হারে। বিকাল সাড়ে ৩টা পর্যন্তও বৃষ্টিতে কাকভেজা হয়ে বিক্ষোভস্থলের দিকে ছাত্রদের মিছিল যেতে দেখা যায়।

 


শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর,’ এসব স্লোগান দিচ্ছেন।  

 


অপরদিকে চৌহাট্টা, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। সব ধরনের অনাকাঙ্খিত বা বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর