মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার ও স্কেচ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে পিছিয়েপড়া নৃতাত্বিক জনগোষ্ঠীর জন্য কাজ করছেন। তারই ধারাবাহিকতায় কুলাউড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, থানার ওসি মো. আলী মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাংবাদিক মিন্টু দেশোয়ারা ও আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলি তালাং।
সভাশেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ১৪৩ জনকে শিক্ষাবৃত্তি, ১৮ জনকে বাইসাইকেল এবং ৭ শিশুকে হুইল চেয়ার ও ১ শিক্ষার্থীর মধ্যে স্কেচ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যরা।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৬২৮৯