সিলেটের বিভিন্ন উপজেলায় ঢেউটিন বিতরণ করেছে ‘অমরাবতী’ সামাজিক সংগঠন।
এবারও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা দুর্গত ২১ পরিবারকে ২১ বান ঢেউটিন বিতরণ করেছে সংগঠনটি।
শনিবার (৩ আগস্ট) বিকেলে স্থানীয় চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ২১ জনের কাছে ২১ বান টিন তুলে দেওয়া হয়।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।
‘অমরাবতী'র সদস্য ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ-সভাপতি এসএম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, চণ্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য জাহিদুর রহমান রিপন ও ছামি হায়দার এবং টাইমস অব সিলেট এর সদস্য রেদোয়ান আহমদ প্রমুখ।
ডেউটিন পেতে দাতা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবাররা।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-৬২৯০