আন্দোলনরত শিক্ষার্থীরা রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালণ করেছে তারা। এতে অবরোধ হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। বন্ধ রয়েছে যানচলাচল।
সকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত এক কিলোমিটারে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়েছে।
সকাল নয়টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
সিলেটভিউ২৪ডটকম / মাহি