সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর থেকে নগদ ৩ হাজার ৮শ টাকাসহ ৬জন জুয়ারীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। গত ভোর রাতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের খোকন মিয়ার বসত ঘরের বারান্দা হতে তাদের আটক করা হয়।
 

আটককৃত জুয়ারীরা হলো উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের মৃত ফহেত আলী ছেলে শফিকুল ইসলাম(৪২), মৃত কালা মিয়ার ছেলে মো. মোতালিব মিয়া(৪০), মৃত ফহেত আলী ছেলে শাহিনুর রহমান(২৪), নওয়ানগর গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে মো. সবুজ মিয়া(৩২), জয়পুর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে সবুজ মিয়া(৩৫) ও হামিদপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আইয়ূব আলী(৫৩)।
 


মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন সিলেটভিউকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর থেকে নগদ ৩ হাজার ৮শ টাকাসহ ৬জন জুয়ারীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রজু প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/অমিত/এসডি-৬৩২৪