সুনামগঞ্জে সংঘর্ষ চলাকালে টিয়ারসেল খেয়ে জ্ঞান হারিয়ে পড়ার পর অটোরিকশার আঘাতে আহত এক সিনিয়র আইনজীবীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রবিবার (৪ আগস্ট) রাত ৯ টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নিহত রানা মিয়া মিয়া পুরকায়স্থ (৭০) সুনামগঞ্জ জজ আদালতের আইনজীবী। ধর্মপাশা উপজেলা সদরের পুরকায়স্থ বাড়ির বাসিন্দা তিনি।
আইনজীবীর নিকট আত্মীয় ও জেলা সুজনের সহ-সভাপতি শাহিনা চৌধুরী রুবি জানান, রবিবার বেলা ২ টার দিকে আদালত থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন রানা মিয়া। এ সময় কোর্ট পয়েন্ট এলাকায় কোটাসংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় তার সামনে পুলিশের ছুড়া একটি টিয়ারসেল এসে পড়লে সংগে সংগে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঠিক সেই মুহূর্তে একটি অটোরিকশা এসে ধাক্কা দেয় তাকে। এতে তার মাথায় রক্তক্ষরণ হয়।
রুবি আরও জানান, এ সময় তার সংগে থাকা ভাগ্না মামুন (রুবির স্বামী) আহত আইনজীবীকে নিয়ে হাসপাতালে যান এবং প্রাথমিক চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে আসেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটে নিয়ে যান স্বজনরা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেখানে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডের ব্যবস্থা করেন তারা। আইসিইউতে নেওয়ার পথে রাত ৯ টায় মৃত্যু হয় তার।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী জানান, আমাদের একজন সিনিয়র আইনজীবী আজ মারা গেছেন।
সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / ডি.আর