সোমবার (৫ আগস্ট) হাসিনা সরকারের পদত্যাগের পরপরই সারাদেশে হামলা, ভাঙচুর, লুটতরাজ শুরু করে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় রাত ৮ টার দিকে সিলেট নগরীর যতরপুর এলাকায় সময় টেলিভিশন সিলেট ব্যুরো অফিসের গাড়ি চালক শামিম আহমেদের বাসায় হামলা করে দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ১০ টি মোটরসাইকেলে করে তারা আসে। 

 


 

পরে বাসার সামনে থাকা সিসি ক্যামেরা,গেইট ভাঙচুর  করে।হামলা করে তার পরিবারের উপর।এতে আহত হয়েছেন শামীম আহমেদ ও তার ছেলে।

 

 

পরে হাঁকডাক শোনে প্রতিবেশি ও এলাকাবাসী ছুটে আসে। এই সময় দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

 

শামীম আহমেদ ও তার ছেলে  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছে।

 

 

প্রতক্ষ্যদর্শীরা জানান,সন্ধার পর বাসায়ই ছিলো সবাই। হঠাৎ মোটরসাইকেলে করে কে বা কারা এসে ভাঙচুর চালায় ও শামীমকে ডাকাডাকি শুরু করে।পরে তাদের মারধর করে পালিয়ে যায়।

 

 

শামীম জানিয়েছেন, সময় টেলিভিশনে কাজ করি বলে আমার বাসায় হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে সিসি ক্যামেরা,গেইট,দরজা।আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধর করেছে।বাসার কিছু জিনিসপত্র তারা লুট করে নিয়ে গেছে।প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও লুটপাট হয়েছে। সিসি ফুটেজ আছে দেশের পরিস্থিতি ঠিক হলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর