বৈষম্য বিরোধী আন্দোলনে তিনিও নেমেছিলেন রাস্তায়। শিল্পীসমাজের সঙ্গে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছিলেন ছাত্রদের সঙ্গে। এই আন্দোলনের বিজয়ে তারও উল্লাস করার কথা ছিল। কিন্তু সেটি হয়ে ওঠেনি। উল্টো স্ত্রী সন্তান নিয়ে এক কাপড়ে ছাড়তে হয়েছে ঘর।
 

জলের গানের গায়ক রাহুল আনন্দের কথা বলছিলাম। আন্দোলনে বিজয় পরবর্তী সহিংসতায় ঘর-বাড়ি পোড়ানো হয় তার। পুড়ে ছাই হয়ে যায় গায়কের নিজ হাতে বানানো অসংখ্য বাদ্যযন্ত্র। সবমিলিয়ে একটি স্বপ্নের মৃত্যু যেন! বিষয়টি মেনে নিতে পারছে না শিল্পী সমাজ। নিন্দা জানিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।
 


শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান নিজের ফেসবুকে রাহুল আনন্দের বাড়ির কয়েকটি ছবি দিয়েছেন। সেখানে গায়কের বাড়ির আগের ও পোড়া পরবর্তী দৃশ্য দেখা গেছে। সঙ্গে লিখেছেন, ‘আমার বন্ধু রাহুল আনন্দ  যে গানে গানে আনন্দ দিয়ে বেড়ায়, আপনাকে আমাকে।’

এরপর জিয়া লেখেন, ‘এই লজ্জা কোথায় রাখি! একজন আর্টিস্টের বাসায় এই আক্রমণ, লুটপাট... দীর্ঘ সময় ধরে তৈরি করা, যত্ন করা ইন্সট্রুমেন্টগুলো সব লুটপাট করে নিয়ে গেল! অনেক ইন্সট্রুমেন্ট আমার চোখের সামনে তৈরি হওয়া। আপাদমস্তক আর্টিস্ট এই মানুষটাকে কি ভয়াবহ ঘটনা পাড়ি দিতে হলো!’
 

এরপর নিন্দা জানিয়ে এ দলনেতা লেখেন, ‘আমি তীব্র নিন্দা জানাই! শিরোনামহীনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। যারা এই পাশবিক কাজ করেছেন, তাদের প্রতি ঘৃণা। আমার বন্ধু এবং তার পরিবারকে এক কাপড়ে বের হয়ে যেতে হয়েছে। ভুলব না এই অন্যায়।’
 

জিয়ার পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের কেউ কেউ নিন্দা জানিয়েছেন। কেউ চেয়েছেন এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিচার।


 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৬৩৮৮


সূত্র : ঢাকামেইল