বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে  সিলেট মেট্রোপলিটন এলাকার ৬টি থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা জনগণকে সেবা দেওযার কার্যক্রম শুরু করেছেন।

 


তারা দায়িত্বে ফিরে আসার খবরে সেবাপ্রার্থী লোকজনও থানাগুলোতে যাতায়াত শুরু করেছেন। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কোর্টের কার্যক্রমও চলমান রয়েছে। 

 

এসব তথ্য সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন এসএমপি’র উপ-কমিশনার (প্রসিকিউশন) বি এম আশরাফ উল্যাহ তাহের।

 

এদিকে, যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদেরকে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানা গেছে। 

 


অপরদিকে, পুলিশ সদর দপ্তর থেকে ক্ষুদে বার্তায় জানানো হয়েছে- পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।

 

এর আগে বুধবার (৭ আগস্ট) আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সদস্যদের ব্যারাকে ফেরার নির্দেশনা দিয়ে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।

 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম