নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী ‘হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি বড়লেখা’র আহ্বায়ক কমিটির অনুমোদন হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম এই কমিটির অনুমোদন দেন।
এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তখন ইউএনও তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পাশাপাশি সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় সমিতির আহ্বায়ক হাজী আব্দুল হান্নান, অন্যতম উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, ক্যাশিয়ার শৈলেন্দ্র দেবনাথ, সদস্যদের মধ্যে সাংবাদিক এম. এম আতিকুর রহমান, হারুনুর রশীদ, আবদুল লতিফ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাসিব, সুমন আহমদ, ফরিদ আহমদ, জুনাইদ আহমদ ও ফরাস উদ্দিন রাজু উপস্থিত ছিলেন।
এর আগে সাম্প্রতিক সময়ে নানা সমস্যার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার হাজীগঞ্জ বাজারে মাইকিং করে সাধারণ সভা ডাকা হয়। সভায় বাজারের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আব্দুল হান্নানকে আহ্বায়ক ও শৈলেন্দ্র দেবনাথকে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। একই সাথে ২২ সদস্য বিশিষ্ট সমিতির উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু