সরকার পতনের এক দফা আন্দোলনে গত রবিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ ও বিজিবির গুলিতে আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে গেছেন ১১তম সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে তিনি ওসমানী হাসপাতালে ভর্তি হওয়া বিভিন্ন ওয়ার্ড গিয়ে আহতদের খোঁজ-খবর নেন। তিনি আহতদের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন। নগদ অর্থ প্রদানের পাশাপাশি তাদের সুচিৎসায় তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। আহত শিক্ষার্থীরা তাজেল আহমদ,ফরহাদ আহমদ, আবু তাহের,হৃদয় আহমদ,নাহিদ আহমদ,রুবেল আহমেদ।
এসময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট জেলা ছাত্রদল নেতা শাহান আল মাহমুদ খান,সিলেট মহানগর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানি,বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান চৌধুরী ফাহিম, আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহেল আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৪৩০