ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে গোটা প্রশাসনজুড়ে। শেখ হাসিনার পদত্যাগের তিনদিন পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নতুন এই সরকারে ১৭ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কর রয়েছেন। গতকাল শপথ গ্রহনে শেষ করেন অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা।
 

আজ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। যেখানে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৫ বছর বয়সী আসিফ ছাত্র বৈষম্য আন্দোলনের সমন্বয়ক ছিলেন। নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। অন্তবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সজীব। তিনি বাংলাদেশের সবচেয়ে কম বয়সী হিসেবে এমন পদের দায়িত্বে বহাল হলেন।
 


এখন থেকে ৫২টি ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেখভাল করবেন। বেশ বড় দায়িত্ব তার কাঁধে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টও নাজমুল হাসান পাপন। তিনি এখনও পদত্যাগ করেন নাই। কেননা বিসিবির সভাপতি নিয়োগ দেয় না সরকার। তার মেয়াদ রয়েছে ২০২৫ সালের শেষে শেষ হওয়ার কথা।
 

আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে তৈরি করা হয় বিসিবির সভাপতি। যেখানে নির্বাচক সদস্যদের মধ্যে থেকে তাদের ভোটে হয়ে থাকে সভাপতি। ফলে বিসিবির দায়িত্বে কে আসছে এখন তাই দেখার পালা।
 

এদিকে দেশের ফুটবল ফেডারশনের সভাপতি কাজী সালাউদ্দিনও পদত্যাগ করেননি। তাতে সব মিলিয়ে বাংলাদেশের দুটি ফেডারেশন বেস তোপের মুখেই পড়ে গেলো বর্তমান দেশের এই পরিস্থিতিতে!


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৬৪৩৩


সূত্র : ঢাকামেইল