হাসিনা সরকার পতনের পর জনরোষে পড়ে পুলিশশূন্য ছিলো পুরো সিলেট। এ দিনের পর থেকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ। এ অবস্থায় এগিয়ে আসেন শিক্ষার্থীরা।
সমন্বয়কদের নির্দেশে বুধবার (৭ আগস্ট) থেকে সিলেটের বন্দরবাজার-জিন্দাবাজর-চৌহাট্টা-আম্বরখানাসহ সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় স্কুল-কলেজ ও ভার্সিটির ছাত্র-ছাত্রীদের। তবে গত দুদিন থেকে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পরিবহণ শ্রমিকসহ অনেকের অভিযোগ- ছাত্র-ছাত্রীরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন।
এ অবস্থায় সমন্বয়করা রবিবার (১১ আগস্ট) থেকে স্কাউট ও বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)-এর ট্রেনিংপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া সাধারণ ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে না নামতে নির্দেশ দিয়েছেন সমন্বয়করা।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সাম্প্রতিক ছাত্র-আন্দোলনের সিলেটের সমন্বয়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র ফয়ছল হোসেন।
এদিকে, গত বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে সিলেটে আনসার বাহিনী এবং আজ (শনিবার) থেকে ফায়ার সার্ভিস টিম সিলেট মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। ট্রাফিক পুলিশ কবে থেকে দায়িত্ব পালন করবে তা এখনো জানা যায়নি।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর