সুনামগঞ্জের মধ্যনগরে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী তানজিকা তালুকদার অপি। সুনামগঞ্জ জেলায় মানবিক শাখা হতে নির্বাচিত মোট ৩ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সে একজন।
 

সে মধ্যনগরের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় হতে ২০২৪ সনে অনুষ্টিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের ব্যবসায়ী ও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এ বি এম জুয়েল তালুকদার ও তাসলিমা আক্তার দম্পতির সন্তান।
 


জানা যায়, গত ৮ আগস্ট(বৃহস্পতিবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৪ সালের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘মেধাবৃত্তি’ এবং ‘সাধারণ বৃত্তি’ প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়। তালিকায় সুনামগঞ্জ জেলায় মানবিক শাখা হতে তানজিকা তালুকদার অপিসহ মোট ৩ জন মেধাবৃত্তিপ্রাপ্ত হয়।
 

বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম বলেন, অপি একজন মেধাবী শিক্ষার্থী। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল ও ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তির মধ্যে দিয়ে তার মেধার বহি:প্রকাশ হয়েছে। সে যেন ভবিষ্যতেও এ দ্বারা অব্যহত রাখতে পারে, তার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।


 

সিলেটভিউ২৪ডটকম/অমিত/এসডি-৬৪৫১