ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে উভয় সংগঠনের নেতৃবৃন্দ সকল প্রকার সহযোগীতা নিয়ে আহতদের পাশে দাঁড়ান।
তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় মালিক-শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি নারায়ন পুরকায়স্থ ফনি, সহ সভাপতি জাকির হোসেন তালুকদার, সহ সভাপতি কয়ছর আলী জালালী, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সমাজ কল্যাণ সম্পাদক খালেদ আহমদ, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ শরীফ আহমদ, যুগ্ম সম্পাদক আলী আহমদ স্বপন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল প্রমূখ প্রমূখ।
এ দিকে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সোহেল রেজা পিপিএম’র সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পণ্যপরিবহণ পরিচালনা করে পরিবহন মালিক-শ্রমিকরা সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছেন। পাশাপাশি পুলিশী কার্যক্রম পুনরায় চালু করতে পরিবহন মালিক-শ্রমিকরা সর্বাতœক সহযোগীতা করবেন বলে আশ্বস্থ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৪৬১