কোটা সংস্কার আন্দোলনের সময় সিলেটের উপর দিয়ে বয়ে গেছে প্রচন্ড ঝড়। বিশেষ করে হাসিনার সরকারের আগে কয়েকদিন ছাত্র-আন্দোলনে সিলেট ছিলো উত্তাল, উত্তপ্ত। পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে ছাত্র-জনতার এবং সংঘর্ষকালে আন্দোলনকারী সড়কের ডিভাইডারে থাকা স্টিলের রেলিং ভেঙে হাতে নিয়ে ধাওয়া করেন। এছাড়া সিলেট মহানগরের বিভিন্ন সড়কের ডিভাইডারে লাগানো গাছ ভেঙে ও উপড়ে ফেলা হয়। তবে এসব ডিভাইডারে (বিভাজক) ফুলের গাছ লাগানোর মধ্যদিয়ে সিলেট মহানগরের সৌন্দর্য্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, মহানগরের শিবগঞ্জ এলাকার ‘সুগন্ধা নার্সারি’র স্বত্বাধিকারী শিক্ষার্থীদের এ মহান উদ্যোগে বৃক্ষ দিয়ে সহযোগিতা করেছেন। শুক্রবার (৯ আগস্ট) বিকালে মহানগরের বন্দরবাজার, মহাজনপট্টি ও জামতলায় রাস্তার ডিভাইডারে ফুলের গাছ রোপণ করেছেন শিক্ষাথীরা। গাছের মধ্যে ছিলো- রঙ্গন, অল্কানন্দন, গন্ধরাজ, টগর, হাছনাহেনা ও রাধাচূড়া প্রভৃতি।
বৃক্ষরোপণকালে শিক্ষার্থীদের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) তত্বাবধায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলি আকবর, সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন ও পরিচালক মনোয়ারা বেগম এবং সাংবাদিকসহ বিশিষ্ট নগারিকরা।
সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন এসময় বলেন, আমাদের প্রিয় শহর সিলেটকে পুনরায় সাজাতে আমার সুগন্ধা নার্সারিকে আমি উৎসর্গ করলাম। আজ আমরা সিলেট মহানগরের বিভিন্ন সড়কে শোভা বর্ধনকারী ২ শতাধিখ বৃক্ষ ও চারা রোপণ করেছি।
সিলেটের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর