নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে রাকিব আহমদ (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজভাগ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার সামছুল ইসলাম সমছের ছেলে। 

স্বজনরা জানান,  শনিবার সকালে রাকিব আহমদ বাড়িতে খেলছিল। একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। 


দক্ষিণভাগ দক্ষিণ ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইমরান আহমদ বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পেয়ে শিশু রাকিবেল লাশ দাফন করা হয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু