নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: পৌরশহরের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশেন মতো দাঁড়িয়ে আছেন তারা। উল্টোপথে চলা গাড়িগুলো তারা আটকে নিয়ম মেনে চলতে চালকদের বুঝাচ্ছেন। এতে কেউ আর উল্টাপথে গাড়ি চালাচ্ছেন না। হেলমেটহীন মোটরসাইকে চালালে তাকে আটকে হেলমেট পরার পরামর্শ দিচ্ছেন। কেউ যত্রতত্র স্থানে গাড়ি রাখলে তাদের গাড়ি নির্দিষ্টস্থানে রাখতে বলছেন। এতে সড়কে শৃঙ্খলা ফিরেছে। যানজট কমেছে। 

গত চারদিন থেকে বড়লেখা পৌরশহরে এই দৃশ্য দেখা যাচ্ছে। বড়লেখা পৌরশহরের প্রধান সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে রোভার স্কাউট, বিএনসিসি ও নিসচার সদস্যরা। দেশের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের এমন ভূমিকা সব মহলে প্রশংসিত হয়েছে। 
পথচারী আলতাফ হোসেন জানান, যে কাজ ট্রাফিক পুলিশের। সেটা শিক্ষার্থীরা করছে। ট্রাফিক পুলিশ না পারলেও শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফিরিয়েছে। এই জন্য তারা প্রসংশার দাবিদার। 


রোভার স্কাউটের টিম লিডার জাহাঙ্গীর আলম ও সদস্য সাইদুর রহমান জানান, বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় বড়লেখা শহরে যানজট সৃষ্টি হচ্ছে। এই কারণে তারা গত তিনদিন থেকে সড়কে যানজট ও শৃঙ্খলা নিরসনে স্বেচ্ছায় কাজ করছেন। রোভার স্কাউট, বিএনসিসি ও নিসচার সদস্যরা মিলে এই কাজ করছেন। যারা উল্টাপথে গাড়ি চালাচ্ছেন, হেলমেটবিহীন মোটরাসাইকেল চালাচ্ছেন, যত্রতত্রস্থানে গাড়ি পার্কিং করছেন। সেসব মানুষকে তারা বুঝাচ্ছেন। বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তারা তাদের কথা শুনছেন। এতে সড়কে সড়কে শৃঙ্খলা ফিরেছে। যানজট কমেছে। এতে অনেকে তাদের কাজের প্রশংসা করছেন।  

সিলেটভিউ২৪ডটকম/লাভলু