সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীকে জনতার মাঝে দ্রæত ফিরিয়ে দেয়ার দাবিতে বিশ্বনাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) পৌর শহরের কারিকোনা গ্রামস্থ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বাড়িতে ‘বিএনপি ও অঙ্গ-সহযোগী’ সংগঠনের উদ্যোগে ওই সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
সভায় বক্তারা বলেছেন, আয়না ঘর থেকে অনেকই ফিরে এসেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত সিলেটর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী এখনও ফিরে আসেননি। দ্রæত ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে না দিলে বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়বেন না। এছাড়া সভায় আগামী বুধবার নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে বিশ্বনাথে মিছিল-সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বসির আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, ইউপি সদস্য আবারক আলী, ধন মিয়া, গোলাম হোসেন, তানবীর হোসেন, নাজিম উদ্দিন রাহিম, আঙ্গুর আলী, আব্দুর রুপ, মাসুক মিয়া।
সভা শেষে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধানে মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
এসময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা গণি শাহ, কাওছার আহমদ তোলাই, আজাদুর রহমান, রুহেল আহমদ কালু, আমির আলী, আব্দুস শহিদ, কাছা মিয়া, আকিকুর রহমান চৌধুরী, জামাল আহমদ, আব্দুর রকিব, আব্দুস সালাম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, দিলোয়ার হোসেন সজিব, এম এ ইমরান, আনসার আহমদ, সুমন আহমদ, আক্তার আহমেদ, আজাদ নুর, মানিক মিয়া, আজাদ আলী, সেবুল আহমদ, নজরুল ইসলাম, ইসলাম উদ্দিন, ছুনু মিয়া, নুরুল হক মেম্বার, সোপন আহমদ, সাইদুল ইসলাম, সিরাজ মিয়া, গয়াস মিয়া মেম্বার, কিনু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-৬৪৭১