শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. কবির হোসেন ও ট্রেজাজার অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন। শনিবার রাতে এই দুই প্রশাসক পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার  প্রশাসনিক কর্মকর্তা জুনেদ আহমেদ।


এর আগে শনিবার বিকেলে পদত্যাগ করেন উাপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ কয়েকটি দপ্তরের প্রধানেরা।
 


শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. কবির হোসেন ২০২৩ সালের ১০ জুলাই একই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রোভিসি হিসেবে নিয়োগ পান। এক বছর এক মাস তিনি ওই পদে দায়িত্ব পালন করে পদত্যাগ করলেন।


শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে ২০২৩ সালের ৩০ এপ্রিল ট্রেজারার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এক বছর তিন মাস দায়িত্ব পালন করে তিনি পদত্যাগ করলেন।

সিলেটভিউ২৪ডটকম/নোমান