সুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় ফেরদৌস আহমেদ (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
গত শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার স্থানে চৌকা এলাকায় এ ঘটনা ঘটে।
ফেরদৌস উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ সাদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের হারিছ আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফেরদৌসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তকিপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফফার।
জানা গেছে, এই শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর ছাতকে সড়ক পরিস্কার, ট্রাফিক নিয়ন্ত্রণে মৃত্যু দিন পর্যন্তও কাজ করেছেন।
সিলেটভিউ২৪ডটকম / মাহি