মৌলভীবাজারের কুলাউড়ায় সিনিয়র সিটিজেন ফেরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) দুপুরে পৌর শহরস্থ ফোরামের সভাপতির বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি ও পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ফোরামের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কৃষিবিদ আব্দুর রহমান খান রেনু, সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদ উল্লাহ, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ এম শাকিল রশীদ চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ময়ূব আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাশুক, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ গিয়াস উদ্দিন, সাবেক ব্যাংকার মো. আব্দুল মনির, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বদরুজ্জামান প্রমুখ।
এ ছাড়া সভায় গিয়াস আহমদ, মোজাম্মিল আহমদ, মো. মফিজুর রহমান, মধুজিত ভট্টাচার্য, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর, মহসিন আহমদ চৌধুরী, মো. সিরাজ মিয়া, মো. মাসুক মিয়া, মো. আহমদ আলী, আব্দুল মাহমুদ, সেলিম আনোয়ার চৌধুরী, মো. ওমর আলী, সৈয়দ মকছুদুল আলী, মো. মুহিবুর রহমান ও বশির আহমদ উপস্থিত ছিলেন।
সভায় ফোরামের গঠনতন্ত্র পাঠ করে তা অনুমোদন করা হয়।
উল্লেখ্য, গতবছরের ২৭ আগস্ট ষাটোর্ধ বিভিন্ন শ্রেণিপেশার সিনিয়র সিটিজেনের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। সিনিয়র সিটিজেনরা যাতে অবসর সময়ে সবাই এক জায়গায় বসে একে-অপরের সাথে মতবিনিময়, একে-অপরের সুখদুঃখে সাথী হতে পারেন মূলত- এসব কর্মকাণ্ডকে ঘিরে একটি অরাজনৈতিক এ ফোরাম গঠন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৬৪৮৯