সুনামগঞ্জের দিরাইয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রবিবার (১১ আগস্ট) সকাল ৬ টা থেকে পৌরসভার স্মৃতি সৌধ, কলেজ রোড,থানা পয়েন্টসহ পৌর শহরের প্রধান সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেখা যায়। দিরাই মডেল উচ্চ বিদ্যালয়, দিরাই সরকারি ডিগ্রি কলেজ ও মাদ্রাসার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এসময় মাদ্রাসার শিক্ষার্থী আরিফুল ইসলাম তানবির হ্যান্ডমাইক দিয়ে স্থানীয়দের উদ্দেশ্য করে বলেন, ‘এ দেশ এবং এ শহর আমাদের। শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব আপনারা কেউ যেখানে সেখানে ময়লা - আবর্জনা ফেলবেন না। মনে রাখবেন দেশটা আমাদের, রাস্তা- ঘাট পরিষ্কার রাখুন সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে আমাদের সহযোগিতা করুন।
অন্যদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে সুফি মিয়া নামে এক পথচারী বলেন, তরুণ প্রজন্মের কাছে আমাদের সবার শেখার আছে। ওদেরকে দেখে আমাদের আগামী প্রজন্মও উৎসাহিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-৬৪৯৫