দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু হবে। এদিন পণ্যবাহী ট্রেন চলাচল করবে। পরদিন মঙ্গলবার থেকে চালানো হবে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। আর বৃহস্পতিবার অর্থাৎ ১৫ আগস্ট থেকে আন্তনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল ৫টা থেকে পাওয়া যাবে।
 

রবিবার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে গত ১৮ জুলাই সকাল ১০টায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ১৯ জুলাই রাতে কারফিউ দিলে রেলওয়ে জানায়, কারফিউয়ের মধ্যে ট্রেন চলাচল সম্ভব নয়। এ ছাড়া ১৮ ও ১৯ জুলাই আন্দোলনে রেলের ২২ কোটি টাকা ক্ষতির কথা উল্লেখ করা হয়।
 

তবে কারফিউ শিথিল থাকা সময়ের মধ্যে ১ আগস্ট থেকে ৩ আগস্ট তিন দিন স্বল্প দূরত্বে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করেছিল। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। গত কয়েকদিন ধরে সড়কপথে যোগাযোগ স্বাভাবিক হলেও ট্রেন চলাচল নিয়ে প্রশ্ন তৈরি হয়। এরই মধ্যে রবিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচলের ঘোষণা দিল।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৬৫০০


সূত্র : খবরের কাগজ