সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন ভূঁইয়া পদত্যাগ না করায় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাঁর কুশপুতুল দাহ করেছে। তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসনিক ও একাডেমিক ভবনে। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে কয়েকজন কর্মকর্তা ক্যাম্পাস ত্যাগে বাধ্য হন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত ভিসি বরবার  তাদের ৭ দফা দাবি পেশ করেন।
 

সোমবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কয়েকজন কর্মকর্তা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।
 


একপর্যায়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা প্রশাসন ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। তারা ভিসির কুশপুতুলও দাহ করেন। এক পর্যায়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এসময় তারা উপাচার্যের কুশপুতুল দাহ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলামের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক গোলাম মুর্তজা ও সিকৃবির সমন্বয়ক আজিজুল হক আজাদের নেতৃত্বে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
 

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ক্যাম্পাসে ছাত্র এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের লেজুড়ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, অনতিবিলম্বে ক্যাম্পাসের সকল কার্যক্রম চালু ও আবাসিক হল খুলে দেওয়া। দ্রুত সময়ের মধ্যে ছাত্রসংসদ চালু, বৈধ ছাত্রদের হলে সিট প্রদান ও অছাত্রদের হলত্যাগের নির্দেশ এবং যাদের দ্বারা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়েছেন তাদের পদত্যাগ।


 


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-৬৫২০