সিলেটের গোয়াইনঘাট থানায় কর্মস্থলে ফিরে আসছেন পুলিশ সদস্যরা। গত রোববার রাতে থানায় কর্মস্থলে ফেরেন অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

 



সোমবার ( বেলা ২টার দিকে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস, সহকারী কর্মকর্তা ভুমি সাইদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ওসি গোয়াইনঘাট রফিকুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, ইউপি চেয়ারম্যানএস কামরুল হাসান আমিরুল, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন ও আলিম উদ্দিন সবাই থানার ক্ষতিগ্রস্ত সবকিছু পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

 

অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বাকি অফিসার ও সদস্যরা ২/১ দিনের মধ্যে থানায় যোগদান করবেন এবং স্বাভাবিক কার্যক্রম চালু হবে। এছাড়া মঙ্গলবার সকাল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে যাবেন এবং রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্থরের মানুষের সাথে মতবিনিময় করবেন।উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে উত্তেজিত আম জনতা থানার ভিতরে প্রবেশ করে গেইট,ভবন ও গাড়ি ভাংচুর করে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি করে। বিশ্বস্ত সূত্রে জানা যায় রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, গাড়ি ভাঙচুর লেপটপ লোটপাট সহ প্রায় কোটি টাকার সম্পদ লুটপাট করেছে দুর্বৃত্তরা।


এতে নিরাপত্তা জনীত কারনে গোয়াইনঘাট থানা থেকে ওসিসহ সকল পুলিশ সদস্য নিরাপদে অন্যত্র সরে যান। ৬ আগস্ট রাতে থানায় ঢুকে দুষ্কৃতিকারীরা পুলিশের বেশকিছু মোটর সাইকেল, ও জব্দকৃত মটর সাইকেল, জব্ধকৃত চিনি, পিয়াজ ও কসমেটিকস লুট করে নিয়ে যায়। এরপরই থানা পুলিশ শূন্য হয়ে পড়ে।পরবর্তীতে পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম সারাদেশের পুলিশকে স্ব স্ব কর্মস্থলে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করলে গতকাল সোমবার গোয়াইনঘাট থানা পুলিশ কর্মস্থলে আসতে শুরু করেন। থানার ওসি রফিকুল ইসলাম উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক মহলসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম / মতিন / ডি.আর