খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ ও দলীয় ক্যাডারদের পাশবিক নির্যাতন ও গুলি বর্ষণ মধ্য যুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ৪ আগস্ট সিলেটে যে নারকীয় তান্ডব চালানো হয়েছে, তা প্রকাশ করার ভাষা আমাদের নেই। সন্ত্রাসীদের নির্যাতনে বিভিন্ন মসজিদে আশ্রয় নিয়েও নিরীহ ছাত্র-জনতা রেহাই পায়নি। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সোমবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর নেতৃত্বে মহানগর ও জেলা শাখর নেতৃবৃন্দ সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, মাওলানা ইমদাদুল হক নোমানী, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সহসাধারণ সম্পাদক মাসুদ আহমদ, ইসলামী যুব মজলিস নেতা হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, মাওলানা সাদিকুর রহমান, শ্রমিক মজলিস নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ আহতদেরকে খেলাফত মজলিসের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৫২৫