স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সোমবার (১২ আগস্ট) রাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে শেষে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, এমদাদ হোসেন স্বপন, কয়েস আহমদ, ফখরুল ইসলাম রুমেল, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জি এম বাপ্পী, জামিল আহমদ, মকসুদুল করিম নুহেল, এনামুল হক চৌধুরী শামীম, মতিউর রহমান আফজাল, আমিনুল ইসলাম আমিন, এস এম পলাশ, ইসহাক আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের বলেন, অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে দল গুছাতে বলায় এ সময় সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি তুলেন যুবদলের নেতারা। ছাত্র-জনতার আন্দোলনে হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী হিসেবে দেশ থেকে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে সাংবাদিদের সাথে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৫২৬