মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় কর্মক্ষেত্রে যোগ দিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে থানা কম্পাউন্ডের ভেতরে পুলিশ সদস্যদেরকে তাদের কর্মপ্রস্তুতি নিতে দেখা গেছে। তবে আগেরদিন রোববার হতেই পুলিশ সদস্যরা একে একে থানায় এসে যোগদান শুরু করেছেন।
এদিকে পুলিশ সদস্যরা থানায় যোগদান করলেও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রয়েছে থানা কম্পাউন্ডে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক তদন্ত ও অপারেশন সহ সাধারণ শাখা, স্পেশাল ব্রাঞ্চ ও ট্রাফিক জোনের বিভিন্ন পদস্ত পুলিশ সদস্যগন থানার অভ্যন্তরে তাদের নিজ নিজ আভ্যন্তরীন দায়িত্ব গ্রহণ করেছেন। একই সাথে থানার প্রাথমিক কার্যক্রমও শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন পুলিশকে থানার বাইরে ডিউটি করতে দেখা যায়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, দু’একজন পুলিশ কনস্টেবল ব্যতীত সবাই যোগদান করেছেন। আশাকরি দু’একদিনের মধ্যে স্বাভাবিক সকল কার্যক্রম শুরু হবে।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-৬৫৩০