মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদেরকে খাবার উপহার দিয়েছেন সিলেটে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টার এবং সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী অফিসার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সিলেট মহানগরের চৌহাট্টা, নয়াসড়ক ও মীরবক্সটুলা পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র, বিএনসিসি ও স্কাউট সদস্যদের মাঝে খাবার এবং পানীয় বিতরণ করা হয়।
এসময় নেতৃবৃন্দ সাধারণ ছাত্র-ছাত্রীদের দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার জন্য ধন্যবাদ জানান এবং যেকোনো মহৎ কাজে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, জাতীয়তাবাদী অফিসার পরিষদের সভাপতি গাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান মো. নেয়ামত উল্যাহ, মো. গোলাম রসুল, মো. বাসির উদ্দিন, আশফাক আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর