এক সপ্তাহ কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন শান্তিগঞ্জ থানার পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) তারা থানায় ফিরেছেন৷ উপজেলার পাগলা এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা শুরু করেছে পুলিশ৷ এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।
 

কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শান্তিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে সাথে নিয়ে পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান তারা। পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।
 


শিক্ষার্থীরা জানান, শান্তিগঞ্জ থানার পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারা কাজ শুরু করেছেন বলে আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।’


 


সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-৬৫৪১