পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েই দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তাঁর যাদুকরী পারফর্ম্যান্সেই লিগস কাপের শিরোপা জিতেছিল মেজর লিগ সকারের ক্লাবটি। মিয়ামিতে প্রথম শিরোপা জেতানোর পথে ১০ গোল করে টুর্নামেন্ট সেরা ফুটবলার হয়েছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। তবে চোটের কারণে এবার দলের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। তাকে ছাড়া শেষ ষোলোতে খেলতে নেমে হেরেছে মিয়ামি, নিশ্চিত হয়েছে লিগ কাপ থেকে বিদায়।

লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে আজ কলম্বাস ক্রুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল মিয়ামি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেমে শুরুতে এগিয়ে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে কলম্বাস। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় দিয়ে নিশ্চিত করেছে পরের ধাপ।


কলম্বাসের বিপক্ষে খেলতে নেমে মিয়ামির শুরুটা হয়েছিল দারুণ। ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় দলটি। ১০ মিনিটের মাথায় গোলের দেখা পায় জেরার্ডো মার্টিনোর দল। মাতিয়াস রোহাসের করা গোলে লিডের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।

এক গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে আবারও লিডের দেখা পায় মিয়ামি। ম্যাচের ৬২ মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মিয়ামির দিয়েগো গোমেজ। এদিকে দুই গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়ে হয়ে ওঠে কলম্বাসের ফুটবলাররা।

এরই ধারবাহিকতায় প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৬৭ মিনিটে। ক্রিশ্চিয়ান রামিরেজ জালের দেখা পেলে স্কোরলাইন হয় ২-১। এর দুই মিনিট পরই কলম্বাসকে সমতায় ফেরান দিয়েগো রসি। শেষ পর্যন্ত কলম্বাসের জয়সূচক গোলটিও করেছেন তিনিই। ম্যাচের ৮০ মিনিটের মাথায় রসি নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করলে লিড পায় পায় দলটি। এরপর আর সমতায় ফিরতে পারেনি মেসিবিহীন মিয়ামি, মাঠ ছাড়তে হয়ে ৩-২ গোলের হার নিয়ে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৬৫৬৩


সূত্র : ঢাকামেইল