সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ বলেছেন, খেলাধুলার মাধ্যমে শৃংখলার চর্চা হয়। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ জীবন লাভ করা সম্ভব।

বুধবার (১৪ আগস্ট) সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।


বেলা ২ টায় সমিতির ল’ইয়ার্স ক্লাবে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট।

সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদ এডভোকেট এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।

স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক-০১ সালেহ আহমদ (হীরা) এডভোকেট।

বক্তব্য রাখেন- সমিতির সাবেক সভাপতি মো. জামিলুল হক জামিল এডভোকেট, সাবেক সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট, সমিতির যুগ্ম সম্পাদক-০২ মাছুম আহমদ এডভোকেট।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- লাইব্রেরী সম্পাদক মেহেদী হাসান সজল এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোঃ তারেক এডভোকেট, সহ-সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন এডভোকেট, মোঃ ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট ও মোঃ বদরুল আলম শিপন এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম (আশরাফ) এডভোকটে, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট, সিনিয়র এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিনিয়র এডভোকেট বদরুল ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন (দিল), এডভোকেট মজিদ খান মানিক, এডভোকেট শিব্বির আহমদ বাবলু, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী (জুবায়ের), এডভোকেট মোমিনুর রহমান (টিটু), এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট সলমান উদ্দিন, এডভোকেট মসরুর চৌধুরী শওকত, এডভোকেট মোঃ এজাজ উদ্দিন, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট মতিউর রহমান, সন্ধ্যা লক্ষী দে এডভোকেট, শাবানা ইসলাম এডভোকেট সহ শতাধিক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ২ নম্বর বার হলের সম্মুখে ফেস্টুন সম্বলিত শতাধিক বেলুন আকাশে উড়ানো হয়। এসময় সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সমিতির সম্মানিত সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির সহ সম্পাদক বদরুল আলম শিপন এডভোকেট ও পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য জনাব কল্যাণ চৌধুরী এডভোকেট।

অনুষ্ঠানস্থলে সমস্বরে দাড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৫৬৮