ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে সদ্য সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের নেতারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে হন্য হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এরমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সিলেটের অন্যতম পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে’ অবস্থান করছেন।

 


বুধবার (১৪ আগস্ট) এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হয় উৎসুক জনতা। যা সামাল দিতে পরছে না হোটেল কর্তৃপক্ষ। পরে সেনাবাহিনী এই হোটেলের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ ও সেনাবাহিনী রিসোর্টে তল্লাশি চালিয়ে জানতে পারে বিষয়টি গুজব।

 

এ ব্যাপারে রাধানগর  গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ হাসান  বলেন, শামীম ওসমানের অবস্থানের  বিষয়টি সঠিক না। ইতিমধ্যে সেনাবাহিনীর একজন মেজর আমাদেরকে জানিয়েছেন ভিআইপি কেউ অবস্থান করলে তাদেরকে রেন্সপন্স করার জন্য। অতএব শামীম ওসমানের ব্যাপারে গোপন করার প্রশ্নই উঠে না।

 

এদিকে খবর পেয়ে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে  রাধানগর এলাকায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেল সামনে অতি উৎসাহীরা ভিড় জমিয়েছেন তাদেরকে চলে যাওয়ার জন্য আহবান জানিয়েছেন।

 

হোটেলে মহাব্যবস্থাপক আরমান খান জানান, শামীম ওসমান বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে বিক্ষুব্দ জনতা রিসোর্টে ভিড় করেন। পরে সেনাবাহিনী ও জনপ্রতিনিধিরা আসলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, শামীম ওসমান আত্মগোপনের বিষয়টি সঠিক না।

 

সিলেটভিউ২৪ডটকম / সাইফুল / মাহি