ভারতে পৌঁছেছে বাংলাদেশের রপ্তানি করা ইলিশ। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশটির বিভিন্ন মাছের আড়তে পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ। বাংলাদেশের ইলিশ নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে ভারতীয় ক্রেতাদের। যে কারণে সেখানকার মাছের বাজারেও চড়া দামে বিক্রি হয় বাঙালিদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই মাছটি।
দীর্ঘদিন ধরে ভারতে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনও বাংলাদেশের ইলিশ পাতে তোলার লোভ সামলাতে পারেননি। ভারতের বাজারে বাংলাদেশের এই মাছটি পাওয়া যাচ্ছে খবরে ২২ কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছে গেছেন তিনি। সেখানে গিয়ে ২ হাজার রুপি কেজি দরে কিনেছেন ইলিশ মাছ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তসলিমা নিজেই। যেখানে দুই হাতে দুটি ইলিশ মাছের ছবি প্রকাশ করেছেন তিনি।
ক্যাপশনে তসলিমা নাসরিন লিখেছেন, ‘২২ কিলোমিটার দূরে মাছের আড়তে গিয়ে বাংলাদেশের ইলিশ কিনলাম আজ। ২০০০ রুপি পার কিলো।’
লেখকের সেই পোস্টে বাংলাদেশি, ভারতীয়রা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘এত দাম দিয়ে ইলিশ কিনে খাওয়ার ইচ্ছে নেই’। কেউ আবার তসলিমার বাংলাদেশ প্রীতি নিয়েও প্রশ্ন তুলেছেন।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়।
তারই ধারাবাহিকতায় কয়েক ধাপে ভারতে বাংলাদেশের ইলিশ পৌঁছায়। সেখানকার বিভিন্ন মাছের বাজারে ‘চড়া দামে’ বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ