সুনামগঞ্জের দোয়ারাবাজারে শান্তিপূর্ণ দুর্গোৎসব পালন নিশ্চিতের লক্ষ্যে উপজেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে ইউএনও নেহের নিগার তনু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন- সেনাবাহিনীর ছাতক-দোয়ারাবাজার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব, ওয়ারেন্ট অফিসার হোসেন, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হক নমু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বারী, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির ডা: হারুনুর রশিদ, যুবদলের আহ্বায়ক মাধব রায়, ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাব, আনসার ভিডিপি কর্মকর্তা মাসুদা সুলতানা, খেলাফত মজলিসের সহ সভাপতি মাও. মঈনুল হক, ছাত্র শিবির সভাপতি হাফেজ বেলাল হোসাইন, পুজা উদযাপন কমিটির সভাপতি সুনাধন দে, অজয় কুমার দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি এম এ মোতালিব ভুইয়া, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
সভায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, ছাত্রদল, ছাত্র শিবিরসহ উপজেলাধীন ২০টি পূজা মন্ডপ কমিটি ও মনিটরিং কমিটির দায়িত্বশীলরা একযোগে কাজ করার অঙ্গিকার প্রদান করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা, নজরদারি ও মনিটরিং অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেন, পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসনিক ভাবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা ও অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশও দেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-৭৭৮৬