জাপানের মায়েবাশির একটি বইয়ের দোকান গত বছরের ডিসেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট বইয়ের দোকানের স্বীকৃতি পেয়েছে।
দোকানটিকে ‘টিনি টিনি বুকস্টোর’ নামে ডাকা হয়। এর মেঝের আয়তন মাত্র ১ দশমিক ২৪৬ বর্গ মিটার। ক্ষুদ্র এই বইয়ের দোকানটিতে কেবল শিশুরাই ঢুকতে পারে।
দোকানটি পরিচালনাকারী প্রতিষ্ঠান সোয়া ডিলাইটের প্রেসিডেন্ট শিংগো ওয়াতানাবে বলেন, ‘শিশুরা যখন বই কেনার চেষ্টা করে, তখন বড়রা অনেক সময় বাধা দেয়। ফলে শিশুরা আগ্রহ হারিয়ে ফেলে। তাই ভাবলাম, এমন একটি বইয়ের দোকান তৈরি করব, যেখানে বড়রা প্রবেশ করতে পারবে না।’
গত বছরের সেপ্টেম্বরে তিনি এই বইয়ের দোকান চালু করেন। পরে দেখা যায়, এটিই বিশ্বের সবচেয়ে ছোট বইয়ের দোকান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৭৮৭৫