জামিনে আদালত থেকেই মুক্ত হলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যার পর কোর্ট হাজত থেকে ছাড়া পেয়ে বাসায় চলে যান তিনি।


এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর পল্টন থানার দুই মামলাসহ ছয় মামলায় জামিন পান সাবের হোসেন চৌধুরী।

বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে দুই মামলায় ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চার মামলায় জামিন মঞ্জুর করেন।

দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলের এক কর্মী নিহত হন। এ হত্যা মামলায় গতকাল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তবে জিজ্ঞাসাবাদের সময়ে অসুস্থবোধ করলে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ তার বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন আবেদন করে।


 

 


সিলেটভিউডটকম/ডেস্ক/এসডি-৭৮৮০