সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি গাঁজার গাছ, গাঁজার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মোঃ আতাউল্লাহ (৬০) রেনু বেগম (৪৫) ও শচীন্দ্র চন্দ্র দাস (৭০)। বুধবার দুপুরে (৯ অক্টোবর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর ও মেঘারকান্দি গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বাংলদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সুয়েব আহমদ এর নেতৃত্বে এদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সুয়েব আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুূধবার সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গন্ধবপুর গ্রামে আতাউল্লাহ'র বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও একটি তাজা গাঁজার গাছ উদ্ধারসহ আতাউল্লাহ ও রেণু বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেঘারকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯ শ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হয়।
অভিযানে সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব আহমেদ এর সাথে ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন ও পুলিশের এস আই মোঃ ইসমাইল মিয়া সহ সেনাবাহিনী ও পুলিশের সিপাহী গন।আটককৃতদের জগন্নাথপুর থানায় সোর্পদ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সুনু/এসডি-৭৯০৫