ভারতীয় চিনির অবৈধ চালান জব্দ কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। প্রায় প্রতিদিনই জব্দ করা হচ্ছে চিনির চালান। তবুও থামছে না চোরাচালানকারীদের দৌরাত্ম। সর্বশেষ গত ২৪ ঘন্টায় সিলেটে অবৈধভাবে আনা পৌনে ১ কোটি টাকার ভারতীয় চিনি জব্দের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) পর্যন্ত পৃথক দুটি অভিযানে এসব জব্দ করে বিজিবি ও পুলিশ। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা।
বিজিবি সিলেট কয়েকটি সীমান্তে পৃথক ৫ অভিযানে প্রায় সাড়ে ৫৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। বিজিবি ১৯ ব্যাটালিয়নের কয়েকটি টিম এই অভিযানগুলো পরিচালনা করে।
অভিযানে ট্রাকে বালুর নিচ থেকে ৫০ লাখ টাকার চিনি, সিএনজিচালিত অটোরিকশা ও বিভিন্ন স্থান থেকে আরও ২৮০০ কেজি চিনি ও সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকার ৭টি গরু এবং একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, বুধবার সকালে সিলেট-এয়ারপোর্ট সড়কে গোয়াইনঘাট উপজেলা থেকে সিলেটের উদ্দেশ্য একটি ট্রাক আসে। সেখানে দায়িত্বরত এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ওই ট্রাকে ১০৯ বস্তা ভারতীয় চিনি (৫ হাজার ২৩২ কেজি) উদ্ধার করে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৭ হাজার ৮৪০ টাকা। এ সময় ওই ট্রাকের চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোয়াইনঘাট উপজেলার টেকনাগুলের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), শাহজাহান মিয়ার ছেলে হৃদয় আহমেদ (২১), হবিগঞ্জের নবীগঞ্জের ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস (২২)।
এছাড়া বুধবার রাতে শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেট এলাকায় বটেশ্বর এলাকা থেকে একটি ট্রাক নগরের দিকে আসে। এর আগে খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানা-পুলিশ সেখানে টহল বসায়। পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ির চালক তাঁর গাড়িতে ভারতীয় চিনি আছে বলে জানায়।
তখন পুলিশ ট্রাকটির চালক ও চালকের সহকারীকে ভারতীয় চিনি অবৈধভাবে পরিবহন করার কারণে গ্রেপ্তার করে। ট্রাকটিতে তল্লাশি করে ২৩৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে ১১ হাজার ৬১৩ কেজি করে চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৯৩ হাজার ৫৬০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ট্রাকটির চালক দিনাজপুরের বীরগঞ্জের মৃত আব্দুল মালেকের ছেলে মো. মাসুদ মিয়া (৪৪) ও ট্রাকটির সহকারী মৃত জালাল উদ্দিনের ছেলে মো. মোকারম হোসেন (৩৪)।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত চিনি এবং পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকগুলো পুলিশ জব্দ করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এয়ারপোর্ট ও শাহপরাণ (র.) থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) বলেন- বিজিবি সীমান্তের সুরক্ষা নিশ্চিতকরণে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত /এসডি-৭৮৪১