গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে সেন্ট্রাল কমিটির অর্থায়নে লক্ষিপুর জেলার রামগতি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা ও ১৪ পিছ করে টিন, নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমেলক্ষিপুর জেলার রামগতি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা ও ১৪ পিছ করে টিন এর পাশাপাশি কুমিল্লার আরও কিছু দুস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনির উদ্দিন, জেলা প্রশাসন লক্ষিপুর এর এডিসি এডুকেশন এন্ড আইসিটি সম্রাট খিসা এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সেন্ট্রাল কমিটির ট্রেজারার সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জি এস সি সিলেট চ্যাপ্টার এর ট্রেজারার যুব সংগঠক আলী আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক যুব উদ্যোক্তা মোঃ নজরুল ইসলাম, শ্রীহট্র প্রকাশনার সম্পাদক জিবলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রামগতি জেলা কালচারাল অফিসার মোঃ মনিরুজ্জামান মনির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশীদ, রামগতি উপজেলা ছাত্র সমন্বয়ক তাসনীম আলম আদনান, আশিকুর রহমান শাকিল, চ্যানেল এস সিলেট অফিস এর কামেরাপার্সন মোঃ শামিম সহ স্থানীয় যুব সমাজ ও মুরব্বিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমদ বলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে বিগত তিন দশক ধরে আর্ত মানবতার কল্যাণে,প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় রামগতি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ উপহার নিয়ে এসেছি, আমাদের এই ক্ষুদ্র উপহার গ্রহণ করার এবং আমাদের উদ্যোগের সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন রামগতি লক্ষিপুর এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৭৮৪৫