হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালেও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দখল ধরে রাখতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এজন্য এয়ারলাইন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বিভিন্ন ধাপে প্রায় এক হাজার কোটি টাকার ইকুইপমেন্ট (সরঞ্জাম) ক্রয়ের উদ্যোগ নিয়েছে।
বুধবার (৯ অক্টোবর) গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট (জিএসই) বহরে ফ্রান্স থেকে সদ্য আমদানিকৃত ৬টি ব্র্যান্ড নিউ বেল্ট লোডার সংযোজিত হয়েছে বলে দাবি করেছে বিমান এয়ারলাইন্সের মিডিয়া বিভাগ।
বিমানের মিডিয়া বিভাগ দাবি করেছে, এই বেল্ট লোডারগুলোর ছোট ও মাঝারি মাপের উড়োজাহাজে কার্গো ও ব্যাগেজ উত্তোলন ও অবতরণ কাজে ব্যবহৃত হবে। বেল্ট লোডারগুলোতে নিউ জেনারেশনের আধুনিক সেন্সর যুক্ত থাকায় এয়ারক্রাফটের নিরাপত্তা বৃদ্ধিতে যথার্থ ভূমিকা পালন করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা যাত্রীদের ব্যাগেজ পাওয়ার সময় কমিয়ে এনেছেন। আগে যাত্রীরা দেরিতে লাগেজ পেত। যাতে ভোগান্তি হতো তাদের। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। তারা এখন যাত্রীর লাগেজ ১৮ থেকে ৫১ মিনিটের মধ্যে ব্যাগেজ ডেলিভারি দিচ্ছে, যার হার ৮৫ শতাংশে উন্নীত হয়েছে। এ হার শতভাগ করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন।
তবে কবে নাগাদ তা শতভাগ হবে তা জানায়নি বিমান। এছাড়াও এয়ারপোর্ট সার্ভিসে জনবল বৃদ্ধির জন্য ১০০ গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট নিয়োগ করা হয়েছে এবং নতুন আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক